2024-12-23
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

মন্ত্রী টিংকু রায়ের বিশেষ উদ্যোগে মা বাবা ফিরে পেলো ছেলের কফিনবন্দী দেহ 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বেঙ্গালুরুতে আত্মঘাতী হয়েছে কৈলাশহরের এক যুবক । মন্ত্রী টিংকু রায়ের বিশেষ উদ্যোগে বাড়িতে ফিরল কফিনবন্দী দেহ । বিগত কিছুদিন পূর্বে কৈলাশহরের ১৩ নং ওয়ার্ড এলাকার কালিপুরের এক যুবক বেঙ্গালুরুতে আত্মঘাতী হয়েছিল । রবিবার রাতে তার কফিন বন্দি মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়। জানা যায় ওই এলাকার বাসিন্দা দীপক করের একমাত্র ছেলে ২৪ বছর বয়সী বিশ্বজিৎ কর বেশ কয়েক বছর ধরে বেঙ্গালুরুতে একটি বেসরকারি কোম্পানিতে সিকিউরিটি কর্মী হিসেবে কর্মরত ছিল । এ বছর দুর্গাপূজার সময় বিশ্বজিৎ তার নিজ বাড়িতে আসে ।সে যথারীতি এক সপ্তাহ আগে আবার বেঙ্গালুরুতে চলেও যায় । বৃহস্পতিবার রাত্রিবেলা বিশ্বজিৎ করের মা প্রীতি রানী করের কাছে ফোন আসে যে বিশ্বজিৎ কর আত্মঘাতী হয়েছে । পরবর্তীকালে বিশ্বজিৎ করের পরিবার ৫২ চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী টিংকু রায়ের শরণাপন্ন হলে দীপক কর ও প্রীতি করের একমাত্র ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করে দেয় । প্রসঙ্গত প্রীতি করছিলেন কৈলাশহর হাসপাতালের একজন সাফাই কর্মী । তার স্বামী সাধারণ দিনমজুর ।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service