2024-12-23
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

মধ্যপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন যাদব

জনতার কলম ওয়েবডেস্ক :- মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন যাদব। সোমবার দীর্ঘ বৈঠকের পর তাঁর নাম ঘোষণা করে বিজেপি। উজ্জয়িনী দক্ষিণের বিধায়ক মোহন যাদব প্রথম বিধায়ক হন ২০১৩ সালে।

মধ্যপ্রদেশের মতো বড় রাজ্যে আলোচনায় না থাকা মোহন যাদবকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বড় চমক সন্দেহ নেই। যদিও এমন সিদ্ধান্ত নতুন নয়। নরেন্দ্র মোদীর জমানায় এভাবেই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন দেবেন্দ্র ফড়ণবিসরা। আবার মোদীর পছন্দের মানুষ না হলেও আরএসএসের ইচ্ছায় গেরুয়া বসনধারী মহন্ত যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী করা হয় উত্তরপ্রদেশের মতো হিন্দি বলয়ের সবচেয়ে বড় রাজ্যটিতে। যাঁর একদিনের জন্য প্রশাসনিক অভিজ্ঞতা ছিল না।

শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন মধ্যপ্রদেশ সরকারের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন মোহন যাদব । এবার তাঁকেই মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসাল ভারতীয় জনতা পার্টি । পাশাপাশি রাজ্যে দুইজন উপ-মুখ্যমন্ত্রীও থাকবেন বলেও জানা গিয়েছে। এক্ষেত্রে বিজেপির পছন্দ জগদীশ দেবদা এবং রাজেশ শুক্লা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service