জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মধ্য কাঁঠালিয়া ছড়া ভিলেজ চেয়ারম্যানের নেতৃত্বে তিপ্রা মথা্ দলের ভিলেজ সহ-সভাপতি সহ ১৯ ভোটার যোগ দিয়েছে বিজেপিতে । শান্তির বাজার মহকুমায় অন্তর্গত মধ্য কাঁঠালিয়া ছড়া বিজেপি দলের কার্যালয়ে এক যোগদান সভার মধ্যে দিয়ে দুই পরিবারের ১৯ ভোটার যোগ দিয়েছে গেরুয়া শিবিরে। তিপ্রা মথা্ দল থেকে আগতদের বিজেপির দলীয় পতাকা হাতে তুলে দিয়ে বরণ করে নিয়েছে বীরচন্দ্র কলসি কেন্দ্রের এমডিসি সঞ্জীব রিয়াং, শান্তির বাজার মন্ডলের সাধারণ সম্পাদক মম্বু মগ, মধ্য কাঁঠালিয়া ছড়া ভিলেজ চেয়ারম্যান জিতেন্দ্র রিয়াং, কাঁঠালিয়া পঞ্চায়েত ডেভেলপমেন্ট কমিটির সদস্য মলেন্দ্র রিয়াং সহ অন্যান্য নেতৃত্বরা।তিপ্রা মথা্ দল থেকে আগত মধ্য কাঁঠালিয়া ছাড়া ভিলেজের সহ-সভাপতি নারদ রিয়াং জানান কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকার এবং রাজ্যে ডা: মানিক সাহার সুশাসন পাশাপাশি উন্নয়ন কাজকর্মে অনুপ্রাণিত হয়ে তিপ্রা মথা্ দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে অবশেষে যোগ দিয়েছে গিরুয়া শিবিরে।
Leave feedback about this