2025-01-10
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

ভোটের লাভালাভের জন্য বিভাজনের রাজনীতি চলছে, শাসক গোষ্ঠী দেশকে লুট করছে : সুদীপ 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিদিন পালা করে রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকায় হচ্ছে সংহতি পদযাত্রা। মান্দাই বিধানসভা এলাকায় কংগ্রেসের উদ্যোগে শুক্রবার সংহতি পদযাত্রা হয়। এদিন মান্দাই বিধানসভা এলাকায় সংগঠিত করা হয় সংহতি পদযাত্রা। এইদিন মান্দাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোবরা খামারবাজার থেকে শুরু হয় পদযাত্রা।

কৈতরবাড়ি দূর্গানগর স্কুল মাঠে গিয়ে শেষ হয় এই সংহতি পদযাত্রা। এদিন পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ অন্যান্যরা। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ জানান ৩১ অক্টোবর থেকে রাজ্য জুড়ে সংহতি পদযাত্রা সংগঠিত করা হচ্ছে।

ভোটের লাভালাভের জন্য সমগ্র দেশের সাথে রাজ্যেও বিভাজনের রাজনীতি চলছে। এতে দেশ দুর্বল হচ্ছে। শাসক গোষ্ঠী দেশকে লুট করছে। এই অবস্থায় কংগ্রেস দল ঘরে বসে থাকতে পারে না। তাই কংগ্রেস রাস্তায় নেমেছে। এদিনের কর্মসূচীতে কংগ্রেস কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service