2024-11-15
agartala,tripura
রাজ্য শিক্ষা

ভালো ফলাফল করতে প্রী বোর্ড পরীক্ষা

 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বোর্ড পরীক্ষা সংক্রান্ত ছাত্র-ছাত্রীদের মনে ভয়-ভীতি দূর করার লক্ষ্যে বিগত ২০১৯ সাল থেকে অভিনব উদ্যোগ বইয়ে নিয়ে আসছে স্মার্ট ক্লাসেস ইনস্টিটিউট। তাদের একমাত্র লক্ষ্য হলো ছাত্রছাত্রীরা যেন বোর্ড পরীক্ষায় গিয়ে নির্ভয়ে যেন পরীক্ষা দিতে পারে। তার পাশাপাশি এই ইনস্টিটিউট উচ্চশিক্ষার ক্ষেত্রেও ছাত্র-ছাত্রীদেরকে সব রকমের সহযোগিতা প্রদান করে থাকে। এদিন সংবাদমাধ্যমকে সংস্থার অ্যাডমিনিস্ট্রেটর অতনু সরকার জানান বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে প্রতিবছরই এই সংস্থার উদ্যোগে প্রী বোর্ড পরীক্ষা গ্রহণ করা হয়, যার মধ্যে ছাত্র-ছাত্রীরা বোর্ড পরীক্ষার মতেই আবহাওয়া কিংবা পরিবেশ পেয়ে থাকে যেটা বোর্ড পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের ভালো ফলাফল করতে সহায়তার প্রদান করে। তাছাড়া এই সংস্থাটি মেডিকেল থেকে ইঞ্জিনিয়ারিং এরও এন্ট্রান্সে পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়, তাছাড়া নবম শ্রেনীর এবং দশম শ্রেণীর প্রি ফাউন্ডেশন পরীক্ষা নেওয়া হয়। তার পাশাপাশি পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর জুনিয়র কোর্সেরও সুবিধা রয়েছে বলে জানিয়েছেন তিনি। তার পাশাপাশি তাদেরই পরীক্ষার মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের যেমন মেধার বিকাশ হয় তার সাথে সাথে ছাত্র-ছাত্রীদের আত্মবিশ্বাস ও বাড়ে বলে জানিয়েছেন তিনি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service