জনতার কলম ওয়েবডেস্ক :- শনিবার নয়াদিল্লিতে FICCI-এর ৯৬তম এজিএম অনুষ্ঠান অনুষ্ঠিত হয় , এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন “এখন ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতি, তাই এটা স্পষ্ট যে ভারতের প্রবৃদ্ধি বিশ্বের অন্যান্য দেশের প্রবৃদ্ধির উপর একটি বড় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই ভারতকে বলা হচ্ছে এই সময়ে প্রবৃদ্ধির ইঞ্জিন, যা উপযুক্ত, তাছাড়া ভারত আজ বিশ্বের শীর্ষ 5টি বড় অর্থনীতির মধ্যে রয়েছে। ২০২৭ সালের মধ্যে, অনেক বিশেষজ্ঞ এটি শীর্ষ ৩-এ পৌঁছানোর কথা বলছেন। S&P, অর্থাৎ ‘Standard & Poors’, বিশ্বের শীর্ষস্থানীয় রেটিং এজেন্সিগুলির মধ্যে একটি, তার সর্বশেষ ক্রেডিট বিশ্লেষণ প্রতিবেদনে একটি প্রবৃদ্ধি ইঞ্জিন হিসাবে ভারতের ভূমিকা নিয়ে আলোচনা করেছে, বলেও জানান তিনি।
দেশ
ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতি : রাজনাথ
- by janatar kalam
- 2023-12-09
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this