2024-11-15
agartala,tripura
রাজ্য শিক্ষা

ভারতের ইতিহাস থেকে সুভাষচন্দ্র বসুর অবদান কখনোই মোছা যাবে না : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশকে স্বাধীন করতে যেই নামটি প্রথম নিতে হয় তিনিই হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন একজন বীর স্বাধীনতা সংগ্রামী, তার অগ্রণী ভূমিকাতেই দেশ আজ স্বাধীনতা লাভ করেছে । বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা । দেশের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য যার নাম সর্বপ্রথম নিতে হয় তিনিই হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মদিনে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন , ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর যোগদানের কথা প্রত্যেকেরই জানা । দেশের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা এবং তার অক্লান্ত শ্রমের কথা প্রত্যেক ভারতবাসীর হৃদয়ে চিরতরে থাকবে। সুভাষচন্দ্র বসু ছিলেন একজন নির্ভীক স্বাধীনচেতা লোক । ভারতের ইতিহাস থেকে সুভাষচন্দ্র বসুর অবদান কখনোই মোছা যাবে না । নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকে প্রতিবছর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় ।

মূলত সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান রাজ্যস্তরিও ভাবে মূলত নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকেই অনুষ্ঠিত হয় । প্রতিবছর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। শোভাযাত্রায় সচেতনতামূলক বিভিন্ন প্রদর্শনী দেখানো হয় । অনুষ্ঠানে এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন , ভারতের ইতিহাসে সুভাষচন্দ্র বসুর অবদান কারো ভোলার নয় । নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবন ইতিহাস না পড়লে কোন লোকের দ্বারা দেশের স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা কি ছিল সেটা বুঝা বড়ই মুশকিল ।এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান তথা বিশিষ্ট সমাজসেবক রাজীব ভট্টাচার্য । এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ডাক্তার দিলীপ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

শ্রদ্ধার সঙ্গে পালিত নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service