জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশকে স্বাধীন করতে যেই নামটি প্রথম নিতে হয় তিনিই হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন একজন বীর স্বাধীনতা সংগ্রামী, তার অগ্রণী ভূমিকাতেই দেশ আজ স্বাধীনতা লাভ করেছে । বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা । দেশের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য যার নাম সর্বপ্রথম নিতে হয় তিনিই হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।
মূলত সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান রাজ্যস্তরিও ভাবে মূলত নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকেই অনুষ্ঠিত হয় । প্রতিবছর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
শ্রদ্ধার সঙ্গে পালিত নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস