জনতার কলম ওয়েবডেস্ক :- টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা। গত ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে কিছুটা সমস্যায় পড়ে ভারত। তেমনই কিছু প্রত্যাশা করেছিল শ্রীলঙ্কা। যদিও শ্রীলঙ্কা শিবির হয়তো ভুলে গিয়েছিল ভারতীয় বোলিংয়ের কথা। ম্যাচের আগের দিন শ্রীলঙ্কার হেড কোচ ক্রিস সিলভারউড বারবার বলেছেন, ভারতের মতো বোলিং আক্রমণ যে কোনও দলই চাইবে। তাঁর কথায় যেমন প্রশংসা ছিল, তেমনই আতঙ্কও। ঠিক যেন এশিয়া কাপের অ্যাকশন রিপ্লে! কলম্বোয় এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করেছিল, ওয়াংখেড়েতে রান তাড়া। পরিস্থিতি কার্যত এক। ভাগ্যিস শ্রীলঙ্কা দলে একজন অ্যাঞ্জেলো ম্যাথুজ ছিলেন! তা না হলে ৩০ রানেও অলআউট হয়ে যেতে পারত শ্রীলঙ্কা। ২০১৯ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ। এ দিন দলের ভরাডুবি দেখলেন। উল্টোদিকে তিনি শুধুই দর্শকের ভূমিকায়। দলের ২৯ রানে আউট তিনিও। ২৫টি ডেলিভারি সামলান তিনি। ম্যাথুজের আউটে ভারতের জয় শুধুই সময়ের অপেক্ষা। শেষ অবধি ৫৫ রানেই অলআউট শ্রীলঙ্কা। ৩০২ রানের বিশাল জয়ে সেমিফাইনালও নিশ্চিত ভারতের।
খেলা
ভারতের আগুনে বোলিংয়ে ছারখার শ্রীলংকা
- by janatar kalam
- 2023-11-02
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this