জনতার কলম ওয়েবডেস্ক :- ভুটানের সঙ্গে ভারতের ঐতিহ্যবাহী সৌহার্দ্য ও আস্থার সম্পর্ক আরও দৃঢ় করতে চার দিনের সরকারি সফরে ভুটানে পৌঁছেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থ মন্ত্রক জানিয়েছে, এই সফর দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা, আস্থা এবং আঞ্চলিক উন্নয়ন ও সমৃদ্ধির প্রতি যৌথ অঙ্গীকারকে নতুন মাত্রা দেবে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারতের অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দপ্তরের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। আজ থেকেই শুরু হওয়া এই সফরের প্রথমেই তিনি ঐতিহাসিক সাংচেন চোকখোর মঠ পরিদর্শন করবেন। ১৭৬৫ সালে প্রতিষ্ঠিত এই মঠটি ভুটানের অন্যতম প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান, যেখানে বর্তমানে একশোরও বেশি সন্ন্যাসী উচ্চতর বৌদ্ধ শিক্ষা ও সাধনায় নিযুক্ত রয়েছেন।
সফরকালে অর্থমন্ত্রী ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এবং প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে-এর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।
অর্থ মন্ত্রক জানিয়েছে, এই সফরের মাধ্যমে ভারত ও ভুটানের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত হবে, যা দুই দেশের পারস্পরিক উন্নয়নের পথকে আরও প্রশস্ত করবে।





 
																		 
																		 
																		 
																		 
																		 
																		
Leave feedback about this