2024-12-23
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

‘ভারতীয়রা অর্জুন, অভিমন্যু নয়’: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধীর আক্রমণ… বিস্তারিত পড়ুন

জনতার কলম ওয়েবডেস্ক :- লোকসভার বিরোধী দল নেতা, রাহুল গান্ধী মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে নিজ সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন”

নরেন্দ্র মোদির অমৃত কালের সময় সাধারণ ভারতীয়দের ‘খালি পকেট’ও কাটা হচ্ছে। সরকার, যেটি বন্ধুত্বপূর্ণ শিল্পপতিদের কাছ থেকে ১৬ লক্ষ কোটি টাকা মওকুফ করেছিল, তারা দরিদ্র ভারতীয়দের কাছ থেকে ৮৫০০ কোটি টাকা উদ্ধার করেছে যারা এমনকি ‘ন্যূনতম ব্যালেন্স’ বজায় রাখতে অক্ষম ছিল।

‘দণ্ড ব্যবস্থা’ হল মোদির গোলকধাঁধার দরজা যার মাধ্যমে সাধারণ ভারতীয়দের পিঠ ভাঙার চেষ্টা করা হচ্ছে। কিন্তু মনে রেখো ভারতের মানুষ অভিমন্যু নয়, অর্জুন, তারা জানে কিভাবে চক্রব্যূহ ভেঙ্গে তোমার প্রতিটি অত্যাচারের জবাব দিতে হয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service