2025-01-10
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

ভারতবর্ষের সংবিধান প্রণেতা বাবাসাহেব ভীমরাও আম্বেদকর জির মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার ডঃ বি আর আম্বেদকরের তিরোধান দিবস উদযাপন করা হল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তপশিলি জাতি বিভাগের পক্ষ থেকে। রাজধানী আগরতলার কংগ্রেস ভবনে আয়োজিত উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, তপশিলি জাতি বিভাগের চেয়ারম্যান নিরঞ্জন দাসসহ অন্যান্যরা। উপস্থিত সকলে ডঃ বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এদিকে ডক্টর বি আর আম্বেদকরের জীবনাদর্শ সম্পর্কে এক আলোচনা সভার ও আয়োজন করা হয় এখানে। এক সাক্ষাৎকারে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, কংগ্রেস আজ অঙ্গীকারবদ্ধ হচ্ছে ডঃ বি আর আম্বেদকর থেকে অনুপ্রেরণা গ্রহণ করে সমাজের অসাম্যতা দূর করে পশ্চাতপদ ব্যক্তিত্বদের সমাজে প্রতিষ্ঠিত করার কাজ করে যাবে। ‌

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service