2025-02-22
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

ভাড়া বাড়ি থেকে উদ্ধার কলেজ পড়ুয়া এক ছাত্রের মৃতদেহ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী আগরতলার পূর্ব শিবনগর বাড়ি থেকে কলেজ পড়ুয়া ছাত্রের মৃতদেহ উদ্ধার। ঘটনাস্থলে পূর্ব থানার পুলিশ। মৃতের নাম বিপুল জমাতিয়া ,পিতা অনন্ত মোহন জমাতিয়া। বাড়ি কিল্লা। বিগত দুই বছর যাবত এম বি বি কলেজে পাঠরত বিপুল জমাতিয়া পূর্ব শিবনগরের কমল পালের বাঠিতে ভাড়া থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল।

বুধবার বড়ির মালিক কমল কুমার পাল বিপুল জমাতিয়ার শারীরিক খোঁজখবর নিতে তিনতলা তার ঘরে গেলেই দেখতে পায় তার ঘড়ের দরজা খোলা বিপুল জমাতিয়া মেঝেতে পা লাগানো অবস্থায় ঘাড় উল্টিয়ে শুয়ে আছে। সাথে সাথে অন্যদেরকে খবর দেওয়া হয় ,দেখতে পায় সে মৃত। সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত শুরু করেন।

এদিনের এই ঘটনা সম্পর্কে পুলিশ সংবাদ মাধ্যমকে জানান ,ঘটনাস্থলে গিয়ে মৃতের শরীরের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন এবং ঘরটিতে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায় কিনা সে বিষয়ে অনুসন্ধান শুরু করেন।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বিপুল জামাতিয়া আত্মহত্যা করেছেন; তবে, মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিপুল কিছুদিন ধরে মানসিক চাপের মধ্যে ছিলেন এবং তাঁর বিষয়ে উদ্বিগ্ন ছিল তাঁর বন্ধুরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service