2025-08-23
Ramnagar, Agartala,Tripura
অপরাধ ধর্ম রাজনৈতিক রাজ্য

ব্রু সংগ্রমা পূজাকে কেন্দ্র করে বিতর্ক: মুখ্যমন্ত্রীর ছবির অবমাননার অভিযোগে তীব্র সমালোচনা

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা শান্তিরবাজার মহকুমার মনপাথর দখলসিং রিয়াংপাড়ায় প্রতিবছরের মতো এবারও আয়োজিত হলো ব্রু সংগ্রমা পূজা ও মেলা। ভাদ্রমাসের অমাবস্যা তিথিতে আয়োজিত এই পূজা রিয়াং জনজাতির কূলদেবীর পূজা হিসেবে পরিচিত। ধর্মীয় আবেগ নিয়ে বহু মানুষ এই পূজায় অংশ নিলেও, মেলার আয়োজকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, পূজার প্রধান আয়োজক খনারাম রিয়াং পূজাকে ধর্মীয় অনুষ্ঠানের পরিবর্তে অর্থ উপার্জনের উৎসে পরিণত করেছেন। পূজাকে কেন্দ্র করে দুই দিনব্যাপী মেলার আয়োজন হলেও সেখানে চলে মদ ও জুয়ার আসর। ফলে বহু মানুষ সর্বশান্ত হয়ে ঘরে ফিরতে বাধ্য হচ্ছেন। অভিযোগ উঠেছে, খনারাম রিয়াং পরোক্ষভাবে এই অবৈধ কাজগুলিকে প্রশ্রয় দিচ্ছেন।

এছাড়া, প্রতিবছর রাজ্য সরকারের কাছ থেকে বিপুল অনুদান নেওয়ার পরও তিনি উন্নয়নমূলক কাজের পরিবর্তে নতুন নতুন দাবি সামনে তুলে ধরছেন। মনপাথর এলাকায় নিয়মিত শনিবারের হাটে প্রচুর ব্যবসায়ী ও ক্রেতার সমাগম হলেও পর্যাপ্ত পার্কিং সুবিধার অভাব দেখা যায়। প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট জায়গায় পার্কিং করার নির্দেশ থাকলেও, সেখানে রাতারাতি মন্দির নির্মাণ করে উন্নয়নে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে খনারাম রিয়াংয়ের বিরুদ্ধে।

সবচেয়ে বিতর্কিত ঘটনা ঘটে এই বছরের মেলায়। যদিও মুখ্যমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল, দেখা যায় তাঁর ছবি মঞ্চে যথাযথ সম্মানের সঙ্গে না রেখে এক প্রান্তে অবহেলায় ফেলে রাখা হয়েছে। এই দৃশ্য ক্যামেরাবন্দি হতেই জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত হলে হয়তো তাঁকে যথাযোগ্য সম্মান দেওয়া হতো না।

এলাকার শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকরা মুখ্যমন্ত্রীর ছবির অবমাননার ঘটনাকে তীব্র নিন্দা জানিয়ে মেলা কমিটির ভূমিকার কঠোর সমালোচনা করেছেন।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service