2025-09-13
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

বিহার বিধানসভা নির্বাচনে NDA’র মুখ হিসেবে নীতিশ কুমার: বিহার উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী

জনতার কলম ওয়েবডেস্ক :- বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও জ্যেষ্ঠ বিজেপি নেতা সম্রাট চৌধুরী জানিয়েছেন, আগামী বিহার বিধানসভা নির্বাচনে নীতিশ কুমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক এলায়েন্স (NDA)-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন। আকাশবাণী নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, বিজেপি ও NDA-এর সম্পূর্ণ বিশ্বাস রয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উপর এবং আসন্ন বিধানসভা নির্বাচন তার নেতৃত্বে লড়াই করা হবে।

উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আরও জানান, বিশেষ নিবন্ধন সংশোধনী (Special Intensive Revision – SIR) কোনও সমস্যা হবে না। তিনি উল্লেখ করেন, বিরোধীরা এই নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। সম্রাট চৌধুরী বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনের মূল ইস্যু হবে NDA কর্তৃক গত কয়েক বছরে বাস্তবায়িত উন্নয়ন কর্মকাণ্ড। তিনি জনগণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে নিশ্চিত করেছেন যে উন্নয়ন কাজের মাধ্যমে সরকার জনসেবা আরও সুসংহত করবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service