2024-12-26
Ramnagar, Agartala,Tripura
পর্যটন রাজ্য

বিশ্ব পর্যটন দিবসে শান্তির বার্তায় শহরে বাইসাইকেলের বর্ণাঢ্য রেলি 

 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিবছরের মতো এবারো বিশ্ব পর্যটন দিবসে বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে রাজ্যে। শুক্রবার বিশ্ব পর্যটন দিবসে শহরে হয় বর্ণাঢ্য রেলি। এদিন শান্তির বার্তায় বাইসাইকেল রেলির করা হয়। সবুজ পতাকা নেড়ে এই রেলির সূচনা করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা।

রাজধানীর উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে এই রেলির সূচনা করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। তিনি জানান ত্রিপুরা রাজ্যে এডুকেশন হাব ও মেডিক্যাল হাব রয়েছে। অনুরূপ ভাবে ত্রিপুরা রাজ্যে ট্যুরিজম হাব বানানো প্রয়োজন। এই বিষয়ে তিনি দপ্তরের মন্ত্রীর সাথে কথা বলেছেন।

গ্রামীণ পর্যটন উন্নয়নের প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন রাজ্যপাল। ত্রিপুরা সুন্দরী মন্দির উন্নয়নের কাজ চলছে। নীরমহলের উন্নয়ন প্রয়োজন। তিনি আরও বলেন যেখানে শান্তি থাকে সেখানে পর্যটক আসে। ত্রিপুরা রাজ্যে শান্তির পরিবেশ রয়েছে। এদিকে এদিন শহরের বিভিন্ন পথ ঘুরে রেলি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service