জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ একা করা কোন দিন সম্ভব হবে না। এ ক্ষেত্রে সংবাদ মাধ্যম খুবই জরুরী। তাদের মাধ্যমে বিভিন্ন তথ্য পেয়েই সমাজের শেষ ব্যক্তি পর্যন্ত উন্নয়ন পৌঁছে দেওয়া সম্ভব।
শনিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এসেম্বলি অফ জার্নালিস্টস, ত্রিপুরা’র ২য় কনভেনশনে উপস্থিত হয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।তিনি এদিন তার বক্তব্যে আরও বেশ কয়েকটি দিকের উল্লেখ করেন।এ দিন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন জনগণ সুযোগ দিয়েছে কাজ করার। যেমনটা সংবাদ মাধ্যমও করে। সংবাদ মাধ্যমকে সুযোগ সুবিধা দেবার ব্যাপারে সরকার আন্তরিক। রাজ্য সরকারও চায় সবাই সুখে শান্তিতে থাকুক। তবে বিভাজনের রাজনীতি থেকে দূরে সরে আসতে হবে। রাজ্যসরকার ঠিক করেছে এই বিভাজনের রাজনীতি করবে না। যারা সুস্থ চিন্তাভাবনা করবে তাদের সাথে এই সরকার থাকবে। তিনি বলেন সরকারের সব পজেটিভ তা ঠিক নয়। নেতিবাচক কিংবা অনেক কিছু ভুল ভ্রান্তি হয়। এই দিকগুলো সংবাদ মাধ্যম ধরিয়ে দিলে তা আলোচনা করা হয়। এদিন মুখ্যমন্ত্রী বলেন সরকারের পক্ষে যতটুকু সম্ভব যাতে সবার জন্য কিছু না কিছু করা অন্তত পক্ষে বাঁচিয়ে রাখার যে বিষয় তা সরকার করার চেষ্টা করবে। তবেই সংবাদ বান্ধব সরকার, তা সম্ভব হবে। তিনি বলেন প্রযুক্তির যথেষ্ট উন্নতি হয়েছে। এই পরিকাঠামো সংবাদ মাধ্যমের সামনে নিয়ে আসবেন। দফতরের সাথে তিনি নিজে বসবেন। কি করা যায় এই বিষয়ে আলোচনা করবেন। সংবাদ মাধ্যমের উপর আক্রমনের পরিপ্রেক্ষিতে এদিন মুখমন্ত্রী বলেন বিগত ২৫ বছরের উপর ক্যান্সারের রাজনীতি এখানে হয়েছে। একদিনে সেই সমস্যার সমাধান হবে না। তিনি বলেন বর্তমান সরকারের তরফ থেকে তা করতে দেওয়া হবে না। সংবাদ মাধ্যমকে দাবিয়ে রাখা যায় না। তা কোন দিন সম্ভবও নয়। এই কনভেনশনে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক শেখর দত্ত, শানিত দেবরায় প্রমুখ।
Leave feedback about this