জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সামনেই রাজ্যের ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। আর এই নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝড় তুলছেন শাসক ও বিরোধী বামেরা। তবে এই দুটি কেন্দ্রের মধ্যে অন্যতম একটি হলো বক্সনগর। কারণ এই বক্সনগর বামেদের শক্ত ঘাঁটি। দীর্ঘদিন ধরেই এই কেন্দ্র থেকে বামফ্রন্টের প্রার্থী জয়ী হয়ে আসছেন। এমনকি প্রবল বিরোধী সময়েও বামেদের জয় ছিল অটুট। তাই এবারের উপ নির্বাচনে এই বক্সনগরকে অনেকটা পাখির চোখ করল শাসকদল বিজেপি। বামেদের হাত থেকে এই আসনটি ছিনিয়ে আনতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন গোটা রাজ্য মন্ত্রিসভা থেকে শুরু করে বিজেপি দলের প্রদেশ নেতৃত্ব। এখনো পর্যন্ত ভোট প্রচারে এই কেন্দ্রে বিরোধীদের টেক্কা দিয়ে কয়েক কদম এগিয়ে রয়েছে শাসকেরা।বক্সনগর বাংলাদেশের সীমান্তের ধারে সিপাহীজলা মহকুমার অন্তর্গত ২০ নং বিধানসভা কেন্দ্র। যা আগরতলা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। যেখানে ধর্মীয় সংখ্যালঘুদের সংখ্যাই বেশি। এই কেন্দ্রে ভোটার প্রায় ৪৩১৪৫ জনের মত। গত বিধানসভা নির্বাচনে বক্সনগর কেন্দ্রে সিপিআইএমের শামসুল হক ৪৮৪৯ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেনকে পরাজিত করেছিল। শামসুল হক পেয়েছিল ১৯৪০৪ ভোট অপরদিকে বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন পেয়েছিলেন ১৪৫৫৫ ভোট। শামসুল হক মারা যাওয়া এই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী পাঁচই সেপ্টেম্বর। প্রসঙ্গত এই কেন্দ্রে এখন পর্যন্ত সিপিএম ছাড়া কোন দলই জয়ী হতে পারেনি। ফলে উপনির্বাচনে জয়লাভের লক্ষ্যে বিজেপি সর্বশক্তি নিয়োগ করে প্রচারে নেমেছে। ছোট থেকে বড় কোন নেতাই বাদ যাচ্ছেন না প্রচারে। বাড়ি বাড়ি প্রচার থেকে শুরু করে বিভিন্ন সভা অনুষ্ঠিত হচ্ছে বক্সনগর কেন্দ্রে। আগরতলা শহরের মেয়রকেও দায়িত্ব দেওয়া হয়েছে প্রচারের। প্রত্যেকদিনই প্রচারে যাচ্ছেন তিনি। রবিবার রহিমপুর পশ্চিম পাড়ার ১ নং ওয়ার্ডের এক নম্বার বুথে তিনি বাড়ি বাড়ি ভোট প্রচারে যান। প্রচারে বের হয়ে এলাকার সার্বিক উন্নয়নে বিজেপি প্রার্থীকে জয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান রাখেন তিনি। এদিন প্রচারের ফাঁকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এবারে উপ নির্বাচনে জয় সুনিশ্চিত। ভোটারদের কাছ থেকে যেভাবে সাড়া পাওয়া যাচ্ছে তাতে নিশ্চিত বিপুল ভোটে জয়লাভ করবে বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন। বিরোধী সিপিআইএমের জামানত বাজেয়াপ্ত হয়েও যেতে পারে। প্রচারে বিরোধীদের কোন চিহ্ন দেখা যাচ্ছে না। উপনির্বাচনে বক্সনগর এবং ধনপুর দু-দুটি আসনই যে বিজেপি পাচ্ছেন তা এক প্রকার নিশ্চিত। এই বাড়ি বাড়ি ভোট প্রচারে মেয়র দীপক মজুমদারের হাত ধরে শহীদ মিয়ার পরিবারের ৬ জন কংগ্রেস দল ত্যাগ করে বিজেপিতে শামিল হয় এদিন।
রাজনৈতিক
রাজ্য
বিপুল ভোটে জয়লাভ করবে বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন : মেয়র
- by janatar kalam
- 2023-08-27
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this