2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বিদ্যুতের দাবিতে খোদ রাজধানীতে পথ অবরোধ স্মার্ট সিটির নাগরিকদের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিদ্যুতের দাবিতে খোদ রাজধানীতে পথ অবরোধ স্মার্ট সিটির নাগরিকদের। ক্ষুব্ধ লোকজনের প্রশ্ন এটাই কি স্মার্ট সিটি? বিদ্যুৎ না থাকায় ভোগান্তির শিকার বয়স্ক অসুস্থ রোগীরা। ঘূর্ণিঝড় রেমালের জেরে রাজধানীতেও বিপর্যস্ত হয়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা। মঙ্গলবার অনেক জায়গায় বিদ্যুৎ চলে এলেও দুই দিন অতিক্রান্ত হলেও দেখা মিলেনি বিদ্যুতের। এতে সমস্যায় পড়েন বয়স্ক ও শিশুরা। বিশেষ করে অসুস্থ রোগীরা।

এমনই ঘটনা ঘটে রাজধানীর উজান অভয়নগর পশু হাসপাতাল রোডে।সেখানে একাংশে নেই বিদ্যুৎ। অভিযোগ প্রায় দুই দিন ধরে এলাকায় নেই বিদ্যুৎ। ফলে সমস্যায় লোকজন। বিশেষ করে কিডনি, হার্টের রোগীদের নিয়ে সমস্যায় পড়েন পরিজনেরা। ভুক্তভোগীদের অভিযোগ বিদ্যুতের জন্য স্থানীয় অফিসে যোগাযোগ করলেও কোন সুরাহা হয়নি।

কোন সময় পরিষেবা স্বাভাবিক হবে তা বলতে পারছেন না লোকজন। অবশেষে বাধ্য হয়ে মঙ্গলবার রাতে অভয়নগর জিবি রাস্তা অবরোধ করেন ভুক্তভোগী শতাধিক পরিবারের লোকজন। স্থানীয়রা হুমকি দেন পরিষেবা স্বাভাবিক না হলে রাস্তা অবরোধ চলবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service