2025-07-23
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

বিজেপি চায় না কেউ ভোট দিক : অখিলেশ

জনতার কলম ওয়েবডেস্ক :-বিশেষ নিবিড় সংশোধনের তীব্র বিরোধিতা করেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব। তাঁর কথায়, বিজেপি চায় না কেউ ভোট দিক। মঙ্গলবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব বলেছেন, বিজেপি চায় না কেউ ভোট দিক। বিহারে একইভাবে, উত্তরপ্রদেশে বিজেপি, ভারতের নির্বাচন কমিশন এবং প্রশাসনের সঙ্গে যোগসাজশে, বিপুল সংখ্যক ভোট কেটেছে।

পাহেলগাঁও জঙ্গি হামলা প্রসঙ্গ টেনে এনে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন অখিলেশ। তিনি বলেন, আমরা আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু প্রধানমন্ত্রী যদি (সংসদে) উপস্থিত না থাকেন, তাহলে আমরা কেন বিবৃতি দেব। পুলওয়ামা, পাহেলগাঁওয়ের সময় অনেকবার গোয়েন্দা ব্যর্থতা দেখা দিয়েছে। আপনি যদি বিজেপি। সরকারের ইতিহাস দেখেন, তাহলে কেবল এখানেই গুলি চালানো হয়েছিল, যেখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি।

উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের ইস্তফা বিষয়ে সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব বলেছেন, আমরা তথ্য পেয়েছি যে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন। এটি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service