2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বিজেপি কার্যালয়েও পালিত হল ৭৭ তম স্বাধীনতা দিবস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার যথাযথ মর্যাদায় প্রদেশ বিজেপি কার্যালয়েও পালিত হল ৭৭ তম স্বাধীনতা দিবস। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ দলের অন্যান্য কার্যকর্তারা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সর্ব প্রথমে সকল রাজ্যবাসীকে ৭৭ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান এবং পরে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭৭ তম স্বাধীনতা দিবস পালনকে কেন্দ্র করে ঘর ঘর তিরঙ্গা মেরি মিট্টি মেরি দেশ ইত্যাদি কর্মসূচীর মধ্য দিয়ে পালন করার আহবান রেখেছিলেন, সেই আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের প্রতিটা মণ্ডল, প্রতিটা বুথ স্তর অবধি যথাযথ মর্যাদায় উৎসাহের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে, যা দেখে তিনি অত্যন্ত খুশি বলে জানিয়েছেন। এদিন ৭৭ তম স্বাধীনতা দিবস পালনকে কেন্দ্র করে দলীয় কার্যকর্তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service