2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

বিজেপি একাত্ম মানব বাদের মতাদর্শ নিয়ে কাজ করে, এই একাত্ম মানব বাদের রচয়িতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় : রাজীব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিবছরের মতো এবারো শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন। বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি-র রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা।

উপস্থিত সকলে এদিন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য জানান রাজ্যে বিজেপির সদস্যতা অভিযান চলছে। এখনো পর্যন্ত সমগ্র রাজ্যে অন লাইনে সাড়ে চার লক্ষ্য মেম্বারশিপ হয়েছে। অফ লাইনেও মেম্বার শিপ গ্রহণ চলছে।

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে এইদিন রাজ্য জুড়ে মেগা মেম্বারশিপ অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। রাজীব বাবু বলেন বিজেপি একাত্ম মানব বাদের মতাদর্শ নিয়ে কাজ করে। এই একাত্ম মানব বাদের রচয়িতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service