2025-02-27
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

বিজেপিকে ভোট দিয়ে লাভ হবেনা, আমরা বাঙালীই একমাত্র বিকল্প রাজ্যে : সভাপতি 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী দিয়েছে আমরা বাঙালী। পশ্চিমে তাদের প্রার্থী গৌরী শঙ্কর নন্দী ও পূর্ব ত্রিপুরায় অর্চনা উরাং। মঙ্গলবার আমরা বাঙালী দলের তরফে রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন দলের মহাসচিব সহ অন্যরা। দুই লোকসভা আসনে দলীয় প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান নেতৃত্ব।

মহাসচিব এদিন অভিযোগ করেন বিজেপি চিহ্নে তিপ্রা মথার প্রার্থীকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট দিয়ে কোন লাভ হবে না জনগণের। তিনি বলেন, ১৯৮০ সাল থেকে লোকসভা-বিধানসভা সহ প্রতি নির্বাচনে লড়াই করে আসছে আমরা বাঙালী। তিনি অভিযোগ করেন, বাংলা ভাষাকে শিক্ষা থেকে সরিয়ে দিয়ে বাঙালীর ভবিষ্যৎ শেষ করা হচ্ছে।

ত্রিপুরার প্রসঙ্গ টেনে মহাসচিব অভিযোগ করেন ত্রিপুরায় ইতিমধ্যে ৮৫ শতাংশ ভুমির অধিকার উপজাতিদের হাতে চলে গেছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন কেন্দ্র- রাজ্য ও তিপ্রা মথার চুক্তিতে রাজনৈতিক যে অধিকার চাইছে এতে বিধানসভার ৬০- র মধ্যে ৩০ টি আসন এস টি করার দাবি জানাবে হয়তো।

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service