জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তামিলনাড়ুর মাদুরাইয়ে সিপিআই এম পার্টির সর্ব ভারতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। গোটা দেশের সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্যরা সেখানে যোগ দেবেন। আগামী ২রা এপ্রিল থেকে শুরু হবে কেন্দ্রীয় সম্মেলন। দলের আগামীদিনের কর্মসূচি নিয়ে যেমন সম্মেলনে আলোচনা হবে তেমনি দেশের বর্তমান পরিস্থিতিতে সিপিএমের অবস্থানও নিধারিত হবে সেখানে।
এই সম্মেলনে যোগ দিতে রবিবার এবং সোমবার সিপি আই এম দলের নেতৃত্বরা মাদুরাইয়ে যাচ্ছেন। ত্রিপুরা থেকে ৪৮ জন প্রতিনিধি অংশ নেবে। সেখানে থাকবেন পলিটব্যুরোর সদস্যরাও। উল্লেখ এক সময় গোটা দেশেই সিপিএমের একটা শক্ত ভিত ছিল। পশ্চিম বঙ্গে সিপিএমের পতনের পর গোটা দেশেই সিপিএমের গ্রহণ যোগ্যতা কমেছে। বিধানসভা এবং লোক সভায় তাদের আসন সংখ্যা উল্লেখয্যোগ্য মাত্রায় কমেছে।
কেন্দ্রীয় সম্মেলনে বর্তমানে ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হবে বলে জানালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী বললেন, সম্মেলনে যেমন গোটা দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরা হবে তেমনি বিজেপির শাসনে কেমন আছে ত্রিপুরা সেই বিষয়গুলি নিয়েও আলোচনা করবেন তিনি।
বিজেপি সরকারের আমলে রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি থেকে শুরু করে বিরোধীদের কণ্ঠরোধ করার অভিযোগ করেন জীতেন্দ্র বাবু। যা জাতীয় রাজনীতিতে তুলে ধরা দরকার। সম্মেলন থেকে কিছু সিদ্ধান্তও নেওয়া হবে।
Leave feedback about this