2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বাজারে এসে গেছে রসালো তরমুজ তবে রাজ্যের নয়, বহিঃরাজ্যের তরমুজেই ভরসা রাজ্যবাসীর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাজারে এসে গেছে রসালো তরমুজ। তবে রাজ্যের নয়, বহিঃরাজ্যের তরমুজেই ভরসা রাজ্যবাসীর। গরমের রসালো ফল তরমুজ। বসন্ত কালেই বাজারে চলে আসে তরমুজ। বিশেষ করে চৈত্র মাসেই তরমুজ আসা শুরু করে। চৈত্রের গরম থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে বাজারে হাজির রসালো ফল তরমুজ৷

গরম থেকে সাধারণ মানুষজনদের ক্লান্তি কাটিয়ে সতেজতায় ভরিয়ে দিতে বিক্রেতারা তরমুজের পসরা সাজিয়ে বসেছে বাজারে৷রাজধানী সহ রাজ্যের বিভিন্ন বাজারে দেখা মিলছে তরমুজের।এক পাইকারি বিক্রেতা জানান, যা তরমুজ এখন আসছে সবই বহিঃরাজ্যের। মহারাষ্ট্র,ব্যাঙ্গালুরু ও কোচবিহার থেকে আসছে লরি করে তরমুজ।

তিনি জানান কেজি প্রতি পাইকারি বিক্রি হচ্ছে ৩০-৩২ টাকা। আর খুচরো বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকা কেজি দরে। তিনি আরও জানান, রাজ্যে এখন তরমুজের চাহিদা কমে গেছে। ৭-৮ বছর ধরেই সেই অবস্থা। কারণ এক জমিতে দুই বার চাষ করার পড়ে আর তরমুজ ভালো চাষ হয় না। ফলে নতুন জমিতে করতে হয়।

কিন্তু সব কৃষক সেই পথে আর না গিয়ে অন্য ফসল চাষ করেন। তবে দাম যাই হোক চৈত্রের গরম থেকে নিস্তার পেতে রসালো তরমুজ বাজারে চলে এলেও বিক্রি সেই ভাবে হচ্ছে না। তবে বিক্রেতাদের আশা ধীরে ধীরে চাহিদা বাড়বে গরম বাড়লেই।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service