2025-02-22
Ramnagar, Agartala,Tripura
বিশ্ব

বাংলাদেশের বিষয়টি ‘বন্ধু মোদি’র উপরই ছাড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

জনতার কলম ওয়েবডেস্ক :- আপাতত বাংলাদেশের বিষয়টি ‘বন্ধু মোদি’র উপরই ছাড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়বে ভারত ও আমেরিকা, বার্তাই দেওয়া হয় দু’দেশের তরফেই।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমেরিকার ভূমিকা নিয়ে সাংবাদিকদের প্রশ্ন উঠতেই ট্রাম্প বলেন, “আমেরিকা বাংলাদেশের সঙ্গে কোনওভাবেই জড়িত নয়। বাংলাদেশের সমস্যা সমাধান করার ভার আমি প্রধানমন্ত্রী মোদীর ওপর ছেড়ে দিলাম।”

ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমখি হয়ে শুরুতেই একে অপরের প্রশংসায় ভরিয়ে দেন মোদি-ট্রাম্প। মোদি প্রশংসার সুরে বলেন, ট্রাম্পের সঙ্গে তাঁর একটি বিষয়ে খুব মিল। দুজনেই আমাদের দেশকে সবার আগে গুরুত্ব দেন। ওদিকে আবার ‘ মিত্র মোদি’র প্রশংসা করে ট্রাম্প বলেন, ভারতে দারুণ কাজ করছেন মোদি।

এদিন হোয়াইট হাউসে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বলেন, ভারত আশাবাদী বাংলাদেশ সেপথেই এগোবে, যাতে ভারত তার সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে পারে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service