2024-12-22
Ramnagar, Agartala,Tripura
বিশ্ব রাজ্য

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর তরফে উদ্দেশ্যে রাজ্যের ক্যুইন ভ্যারাইটির আনারস পাঠান 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতের ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক হল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই সম্পর্ককে আরও সুদৃঢ় করার বার্তায় প্রতিবছর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফে যেমন আম ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য পাঠানো হয় তেমনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্যের ক্যুইন ভ্যারাইটির আনারস পাঠান।

এবছর ব্যতিক্রম হয়নি। রবিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আনারস পাঠানো হয়। রবিবার আগরতলা-আখাউড়া সুসংহত স্থলবন্দর দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর তরফে আধিকারিকরা প্রায় ৫০০ কেজি ক্যুইন ভ্যারাইটির আনারস তুলে দেওয়া হয় সেদেশের সংশ্লিষ্ট আধিকারিকদের হাতে।

উপস্থিত ছিলেন রাজ্যের উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের সহকারী অধিকর্তা ডঃ দীপক বৈদ্য সহ অন্যরা। দীপক বৈদ্য এদিন বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের ত্রিপুরার সম্পর্ক খুবই পুরনো এবং সৌহার্দ্যপূর্ণ। ক্যুইন ভ্যরাটির আনারস পৃথিবীর সবচেয়ে ভালো আনারস।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service