জনতার কলম ওয়েবডেস্ক :- বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার নিজের ফেসবুক পেজে এই অভিনন্দন বার্তা জানান তিনি।
তিনি লিখেন, ‘আমি বাংলাদেশের সর্বস্তরের সকল মানুষের উন্নয়ন, শান্তি, অগ্রগতি এবং মঙ্গল কামনা করি। ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক ও নারী থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভকামনা।’
মমতা আরও লিখেন, ‘আমি আশা করি এই সংকট শিগগিরই কেটে যাবে এবং শান্তি ফিরে আসবে। আপনার এবং আমার ভালবাসার এই পৃথিবীতে শান্তি ফিরে আসুক। আমাদের প্রতিবেশী দেশ ভালো থাকলে আমরাও ভালো থাকব।’
Leave feedback about this