জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বাধীনতা দিবসের প্রাক্কালে ৯ আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী। এই আন্দোলনে বহু দেশপ্রেমিক আত্ম বলিদান দিয়েছিল। তাদের আত্ম বলিদান এর ফলেই বর্তমানের স্বাধীন ভারতবর্ষ। ইংরেজদের বিরুদ্ধে লাগাতর আন্দোলন কর্মসূচি সংঘটিত করে বীর যোদ্ধারা একের পর এক শহীদের মাল্য বরণ করে নেয়। পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করতে তৎকালীন সময়ে অনেক মায়ের বুক খালি হয়েছিল। ইংরেজদের পাশবিক অত্যাচারের শিকার হয়েছিল অনেক মা বোন। ১৫ই আগস্ট ১৯৪৭ সাল ভারত স্বাধীনতা পেল। এরপর থেকেই ৯ আগস্ট ভারত ছাড়ো দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এদিন কংগ্রেস ভবনের সামনে পতাকা উত্তোলনের মাধ্যমে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন, কংগ্রেস সভাপতি আশীষ সাহা সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।
রাজনৈতিক
রাজ্য
বহু দেশপ্রেমিকের আত্ম বলিদানের ফলেই বর্তমানে স্বাধীন ভারতবর্ষ : আশীষ
- by janatar kalam
- 2023-08-09
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this