2025-01-12
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

বহিঃরাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে চুরাইবাড়ি পুলিশের হাতে ধরা পরলো গাঁজা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাড়ি ঘরের আসবাবপত্রের সঙ্গে গাঁজা পাচার। প্রতিদিন নিত্যনতুন ভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে ত্রিপুরা থেকে বহিঃরাজ্যে গাঁজা পাচার করতে চাইছে পাচারকারীরা। কিন্তু পুলিশের তৎপরতার কারণে একের পর এক নতুন নতুন পন্থাও মার খাচ্ছে। আজ সোমবার এমন এক নতুন পন্থা অবলম্বন করে আগরতলা থেকে বহিঃরাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে চুরাইবাড়ি পুলিশের হাতে ধরা পরলো গাঁজা সমেত কন্টেইনার গাড়ি। বিবরণে প্রকাশ, সোমবার সকাল দশটা নাগাদ আগরতলা থেকে AS28JC-0792 নম্বরের একটি কন্টেইনার গাড়ি দিল্লির উদ্দেশ্যে যাওয়ার জন্য চুরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে আসে। তখন থানার পুলিশ গাড়িটি তল্লাশি করতে চাইলে চালক পালিয়ে যেতে চাইছিল। তখন পুলিশের সন্দেহ হওয়ায় গাড়িটি তল্লাশি করে’ এরং বাড়িঘরের আসবাবপত্রের মধ্যে প্রচুর পরিমাণ গাঁজার প্যাকেট লুকায়িত অবস্থায় পাওয়া যায়। পুরানো বসার সুপাতে এই গাঁজা গুলিকে প্যাকিং করা হয়েছিল, যাতে পুলিশের সন্দেহ না হয়। কিন্তু পুলিশ সমস্ত গাড়ি তল্লাশি করে দেড়শো কেজি গাঁজা জব্দ করে। যার কালোবাজারি মূল্য পঁচিশ লক্ষ টাকা বলে জানান পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। এদিকে গাড়ির চালক মজিবুর আলী ও সহচালক জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। তাদের বাড়ি অসমের বঙ্গাইগাও জেলায়। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলার রুজু করেছে পুলিশ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service