2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

বর্তমানে রাজ্য সরকারের টাকার অভাব নেই, কর্মচারীদের বকেয়া DA পরিষ্কার করে দিতে পারে : মানিক 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সম্প্রতি রাজ্য সরকার সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ ডিএ ঘোষণা করেছে। এনিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, ডিএ প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকারের আগ্রহের অভাব রয়েছে। সম্প্রতি রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ ডিএ ঘোষণা করে।

এই নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন বামফ্রন্ট সরকারের সময় বছরে দুইবার ডিএ প্রদান করা হতো। কিন্তু বর্তমানে বছরে দুইবার ডিএ প্রদান করা হয় না। বর্তমানে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মধ্যে ডিএ প্রদানের ক্ষেত্রে ২৩ শতাংশ পার্থক্য রয়েছে।

বর্তমানে রাজ্য সরকারের কোন টাকার অভাব নেই। কেন্দ্রে ও রাজ্যে একই সরকার ক্ষমতায় রয়েছে। রাজ্য সরকার কর্মচারীদের বকেয়া ডিএ পরিষ্কার করে দিতে পারে। তাহলে সকলে খুশি হত। কিন্তু সরকার যেটা করছে এটা সরকারের দুর্বলতা বলে অভিমত মানিক বাবুর।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service