2025-04-03
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বন্যায়ক্ষতিগ্রস্ত কৃষকদের ২৪.৪৬ কোটি টাকা সাহায্য করা হয়েছে: কৃষিমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ২৪ কোটি ৪৬ লক্ষ ৫২ হাজার টাকা ব্যয়ে বীজ, চারা, সার ও কীটনাশক দেওয়া হয়েছে কৃষকদের। ২৪’এর বন্যায় রাজ্যে ১ লক্ষ ৯০ হাজার ৭২৮ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার বিধানসভায় জানালেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ।

তিনি তথ্য তুলে ধরে বলেন, রাজ্যে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তাতে কৃষকদের শোচনীয় অবস্থা দেখা দেয়। কৃষি জমি জলের নীচে চলে যায়। সেই সঙ্গে কৃষিযোগ্য জমিতে বালি ও পলিমাটি পড়ে চাষের অযোগ্য হয়ে পড়ে। এই বিধ্বংসী বন্যায় রাজ্যের ১১,৮৫০ জন কৃষককে সাহায্য প্রদান করা হয়েছে। রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর যে তালিকা তৈরি করেছে তার ভিত্তিতেই কৃষকদের সাহায্য প্রদান করা হয়।

সরকার কৃষি ও কৃষকদের সার্বিক উন্নয়নে কাজ করছে বলেও অন্যের প্রশ্নের জবাবে জানান তিনি। কৃষকদের কৃষি ফসল বাজারজাত করার জন্য প্রায় প্রতিটি ব্লক এলাকাতেই মার্কেট করে দেয়া হয়েছে। কৃষকরা যাতে তাদের উৎপাদিত পন্য বাজারজাত করতে পারে তার জন্যও উদ্যোগ নিয়েছে সরকার।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service