জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বন্দে ত্রিপুরা টিভি চ্যানেলের আরও প্রচার- প্রসার প্রয়োজন। ভালো শিক্ষকরা বন্দে ত্রিপুরা টিভি চ্যানেলে পাঠ দান করেন। বন্দে ত্রিপুরা যাতে পড়ুয়ারা নিয়মিত দেখেন। এই আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তাদের মধ্যে যাতে একটা আগ্রহ তৈরি হয়। শুক্রবার একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন এসসিআরটি অফিস পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
সঙ্গে ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অতিরিক্ত সচিন এন সি শর্মা সহ অন্য আধিকারিকরা। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী ঘুরে দেখেন বন্দে ত্রিপুরা শিক্ষামূলক টিভি চ্যানেলটি। কথা বলেন সেখানকার কর্মচারীদের সঙ্গে। বিভিন্ন বিষয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে মুখ্যমন্ত্রী বলেন, বন্দে ত্রিপুরা চ্যানেলের স্টুডিও আরও আপডেট করতে হবে।
পেন ড্রাইভ কিংবা অনলাইনের মাধ্যমে বিভিন্ন ক্লাসের ভিডিও ছাত্র-ছাত্রীদের কাছে দেওয়া যাবে কিনা সেই বিষয়টি দেখার। তিনি বলেন, বন্দে ত্রিপুরা টিভি চ্যানেলের আরও প্রচার- প্রসার প্রয়োজন। ভালো শিক্ষকরা বন্দে ত্রিপুরা টিভি চ্যানেলে পাঠ দান করেন। তিনি আহ্বান জানান বন্দে ত্রিপুরা যাতে পড়ুয়ারা নিয়মিত দেখেন। তাদের মধ্যে যাতে একটা আগ্রহ তৈরি হয়।
Leave feedback about this