2024-11-25
agartala,tripura
অপরাধ খেলা রাজ্য

ফ্লাড লাইট দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব টি সি এর বর্তমান পরিচালন কমিটি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-এমবিবি মাঠে ফ্লাড লাইট দুর্নীতির অভিযোগের তদন্ত ক্রমে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব টি সি এর বর্তমান পরিচালন কমিটি। টিসিএ-র বর্তমান কমিটির সদস্যরা এইদিন বিক্ষোভ প্রদর্শন করে। তারা স্মারকলিপি জমা দেয় ডিজিপির কাছে।সোমবার রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশানের বর্তমান কমিটির সদস্যরা।

টিসিএর বিগত দিনের দুর্নীতির ঘটনার সাথে যুক্তদের গ্রেপ্তারের দাবিতে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি এক প্রতিনিধি দল এদিন রাজ্য পুলিশের সদর দপ্তরে গিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে সাক্ষাৎ করে। টিসিএ-র বর্তমান কমিটির প্রতিনিধি দলের সদস্যরা দীর্ঘ সময় রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে কথা বলে জানতে পেরেছেন টিসিএ-র দুর্নীতির ঘটনার তদন্ত চলছে।

পরবর্তী সময় ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি তপন লোধ সহ অন্যান্যরা জানান, ২০২৩ সালের আগস্ট মাসে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের দুর্নীতির অভিযোগ নিয়ে মামলা হওয়ার পর ত্রিপুরা হাইকোর্টের রায়ে সিট গঠন করা হয়েছিল। জেনারেল বডিকে উপেক্ষা করে অভিযুক্তরা ফ্লাডলাইটের টেন্ডার করে তৎকালীন কমিটির কয়েকজন দুর্নীতিতে শামিল হয়েছিলেন।

এমবিবি মাঠে এবং নরসিংগড় আন্তর্জাতিক মাঠের স্টেডিয়ামে ফ্লাডলাইটের ক্ষেত্রে কয়েক কোটি টাকা তারা দুর্নীতি করেছিল। পরবর্তী সময় থানায় অভিযুক্তদের নাম দিয়ে মামলা দায়ের করা হয়েছে। কিন্তু ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে সিট গঠনের পর এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। সেই বিষয়ে পুলিসের ডিজিপি প্রতিনিধিদের জানান ঘটনার তদন্ত চলছে।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service