2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজ্য স্বাস্থ্য

ফের ছোট্ট শিশুর জটিল অপারেশন সফল টি এম সিতে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের ছোট্ট শিশুর জটিল অপারেশন টি এম সিতে। সফল অপারেশন হয় শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ অনিরুদ্ধ বসাকের তত্ত্বাবধানে। তিনদিন বয়সী শিশুর সফল জটিল অস্ত্রোপচার হাপানিয়া হাসপাতালে। রাজধানীর আইজিএম হাসপাতালে জন্ম হয় শিশুটির। জন্মের পর দেখা যায় শিশুটির পেটের নাড়ি সহ লিভার বুকের ডানদিকে ফুসফুসের জায়গায় চলে গেছে।

তৎক্ষণাৎ আইজিএম হাসপাতাল থেকে শিশুটিকে রেফার করে দেওয়া হয় হাপানিয়া টি এম সি হাসপাতালে। সেখানে শিশু বিশেষজ্ঞ ডাক্তার অনিরুদ্ধ বসাক শিশুটির পরীক্ষা নিরীক্ষা করেন। ডাঃ অনিরুদ্ধ বসাক জানান পরীক্ষা নিরীক্ষার পর দেখতে পান শিশুটির পেটের নাড়ি সহ লিভার বুকের ডানদিকে ফুসফুসের জায়গায় চলে গেছে।

এটা বিরল ঘটনা। তাই তিনি দ্রুত না করে শিশুটির অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। যথারীতি শিশুটির পেটে অস্ত্রোপ্রচার করেন। প্রায় দুই ঘণ্টা সময় লাগে অপারেশনে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে বলে জানান চিকিৎসক। অপারেশন সফল হওয়ায় খুশি শিশুর পরিজনেরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service