জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এলাকার বিধায়ক তথা বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথের নেতৃত্বে উদ্দীপনাময় বাইক মিছিল। শুক্রবার সকালে মোহনপুর মহকুমার লেফুঙ্গা এলাকায় হয় ভারতীয় জনতা পার্টি, তিপ্রা মথা ও আইপিএফটি কর্মী-সমর্থকদের বিশাল বাইক মিছিল। পশ্চিম লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এদিন হয় সাড়া জাগানো বাইক মিছিল।
বিজেপি ও তার জোট শরিক তিপ্রামথা -আইপিএফটি যৌথ উদ্যোগে এই মিছিলটি হয়। মন্ত্রী রতন লাল নাথ, তিপ্রামথা নেতা তথা টিটিএএডিসি কার্যনির্বাহী সদস্য রুনিয়াল দেবর্বমা ও আইপিএফটি নেতা বুদ্ধ দেবর্বমাদের উপস্থিতিতে লেফুঙা বাজারে হয় সর্বপ্রথমে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন।
পরে লেফুঙা স্কুল মাঠ থেকে বের হয় বাইক মিছিলটি। মিছিলটি লেফুঙা এলাকার বিভিন্ন স্থান পরিক্রমা করে গামছাকোবরা বাজারে এসে শেষ হয়।মিছিল শেষে গামছাকোবরাতে ভোট প্রচার চালান তিন দলের নেতা-কর্মীরা। মিছিল ঘিরে দারুণ সাড়া পড়ে এলাকায়।
Leave feedback about this