2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে শৌচালয় তৈরী, 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পরিবেশকে সুস্থ ও সুন্দর রাখার জন্য প্রধানমন্ত্রী প্রতিটি বাড়িতে পাকা শৌচালয় নির্মাণের উদ্যোগ নেন। শুধু বাড়িতেই নয়, জনবহুল এলাকাতেও যাতে এধরনের শৌচালয় তৈরি করা হয় সেই লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন। তাই স্বচ্ছ ভারত কর্মসূচির অঙ্গ হিসেবে আগরতলা শহরের বিভিন্ন বস্তি ও জনবহুল এলাকা গুলিতেও পুর নিগমের উদ্যোগে তৈরি করা হচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে শৌচালয়। ইতিমধ্যেই পুর নিগম এলাকার অন্তর্গত কয়েকটি এলাকাতে এধরনের শৌচালয় তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার পুর নিগমের ১২ নং ওয়ার্ডের অন্তর্গত রাধানগর বস্তি এলাকায় নবনির্মিত শৌচালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার। একই দিনে মেয়র উদ্বোধন করেন তিন তিনটি শৌচালয়। যেগুলি তৈরি করতে সরকারি ভাবে খরচ হয় প্রায় ১৪ লক্ষ টাকা। স্থানীয় কর্পোরেটর সান্ত্বনা সাহাকে পাশে রেখে এদিন শৌচালয় উদ্বোধন করে মেয়র দীপক মজুমদার বলেন, পরিবেশকে সুস্থ ও সুন্দর রাখতে প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন তাতে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ দারুণভাবে উপকৃত হবে। আগরতলা পুর নিগমের বিভিন্ন এলাকায় যেখানে এধরনের শৌচালয়ের অভাব রয়েছে, সেখানে সেই সমস্যা দূর করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে পুরনিগম।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service