2025-04-03
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

প্রয়াত চালকের পাশে দাঁড়ালো মোটর চালকরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরব হলেন যানবাহনের চালকরা। তাদের জন্যে ভাতা, পেনশন সহ কোনো সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা নেই। যান বাহনের চালকরা মারা গেলেও তাদের জন্যে সরকার এগিয়ে আসে না। এই অভিযোগ করলো অল ত্রিপুরা ড্রাইভার এবং শ্রমিকরা যৌথ ভাবে। তারা হুঁশিয়ারি দেন কর্মবিরতি শুরু করলো সরকার তখন সব দাবিই পূরণ করবে।

কিন্তু এখনই তারা এই ধরণের আন্দোলন শুরু করছেন না। এদিকে গত ৩১ মার্চ সোমবার শ্রীনগর থানাধীন মলয়নগর নেপালি টিলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ৪০ ফুট নিচে পড়ে মৃত্যু হয় গাড়ি চালক রাকেশ দেবনাথের বুধবার অল ত্রিপুরা ড্রাইভার এবং শ্রমিকরা মিলে এক মিনিট নীরবতা পালন করেন।

প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত যানবাহনের চালকরা। পাশাপাশি তারা রাজ্যের পরিবহন মন্ত্রী এবং প্রশাসনের কাছে দাবি রাখে পরিবারটিকে আর্থিক সাহায্যে হাত বাড়িয়ে দেওয়ার জন্য। সকল ড্রাইভারদের দাবি তাদের বিভিন্ন সমস্যার সমাধানে সরকার যেন উদ্যোগী হয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service