জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গত ২২ শে জানুয়ারি সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘ ৫০০ বছরের প্রতীক্ষার অবসান ঘটেছিল অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং রাম মন্দির নির্মাণের মধ্য দিয়ে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে সনাতন ধর্মাবলম্বীদের এই স্বপ্ন পূরণ হয়েছে। তাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ সূচক চিঠি প্রেরণ করা হয়েছিল সাংগঠনিকভাবে প্রদেশ বিজেপির পক্ষ থেকে। তারপর দলের বিভিন্ন শাখা প্রশাখা কিংবা মোর্চার পক্ষ থেকে এই ধন্যবাদ সূচক চিঠি প্রেরণ করা হয়েছিল। সেদিকে লক্ষ্য রেখে বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের বিভিন্ন এলাকার কর্পোরেটরদের উদ্যোগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে ধন্যবাদসূচক চিঠি প্রেরণ করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য কর্পোরেটররা। এদিন মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমকে এদিনের কর্মসূচি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি দীর্ঘ পাঁচশ বছরের ইতিহাস এবং সনাতন ধর্মাবলম্বীদের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবে পরিণত করার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
Leave feedback about this