জনতার কলম ওয়েবডেস্ক :- কাশীর পণ্ডিত গণেশ্বর শাস্ত্রী জানিয়েছিলেন, দুপুর ১২টা ২৯ মিনিট ৪ সেকেন্ড থেকে ১২টা ৩০ মিনিট ৩২ সেকেন্ড পর্যন্ত অভিজিত্ মুহূর্ত। সেই ৮৪ সেকেন্ড সময়ের মধ্যেই প্রাণ প্রতিষ্ঠা করে ফেলতে হবে। তাই হল, মুখ্য যজমানের আসনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বসিয়ে গোটা দেশকে সাক্ষী রেখে ওই সময়ের মধ্যেই প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল অযোধ্যায় নতুন রাম লালা বিগ্রহের। অযোধ্যায় নতুন বিগ্রহের পুজোর আগে এদিন রাম লালার আসল মূর্তিকে পুজো করা হয়। আসল রাম লালার মূর্তিটি পিতলের। এদিন সেই মূর্তির মাথায় পরানো হয় সোনার মুকুট। পরে নতুন পোশাক। তা ছাড়া নতুন মন্দিরে তাঁর আসন সাজানো হয়েছে সোনালি মোড়কে। তার উপর হলুদ গাঁদা ও গোলাপ দিয়ে সাজানো হয়েছে।মূল বিগ্রহ পুজোর পরই কষ্টি পাথরের তৈরি নতুন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা শুরু হয়। তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্য যজমানের আসনে বসে পুজো দেন। তাঁর বাঁ দিকে বসেছিলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল।মূল বিগ্রহকে সাজানো হয়েছে সোনার গয়না ও ফুল দিয়ে। এদিন সকাল পর্যন্ত বিগ্রহের চোখ সোনালি হলুদ কাপড় দিয়ে বাঁধা ছিল। পুজো শুরু হতেই তা খুলে দেওয়া হয়। বিগ্রহকে প্রতীকী স্নান করানোর পর, তারপর চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা করা হয় ভগবান রামের নতুন বিগ্রহের।শ্রীরাম জন্মভূমি তীর্থ ট্রাস্টের মহাসচিব চম্পত রায় জানিয়েছেন, প্রাণ প্রতিষ্ঠার সমগ্র পুজো দুপুর ১টার মধ্যে শেষ হয়ে যাবে। এই পুজো শেষ হয়ে যাওয়ার পর জাতির উদ্দেশে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। শেষে আশীর্ব্বাদ দেবেন ট্রাস্টের অধ্যক্ষ মহন্ত নিত্যগোপাল দাস।সন্ধেয় হবে দীপাবলী। ‘রাম জ্যোতি’ জ্বালিয়ে সোমবার আরও একবার দীপাবলী হবে অযোধ্যায়। সব বাড়ি, দোকান, সরযূর তীর সাজানো হবে প্রদীপ দিয়ে।
দেশ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বসিয়ে গোটা দেশকে সাক্ষী রেখে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল অযোধ্যায় রাম লালার
- by janatar kalam
- 2024-01-22
- 0 Comments
- Less than a minute
- 12 months ago
Leave feedback about this