জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির মদ কেলেঙ্কারি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ১ জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ২ জুন তাকে আদালতে আত্মসমর্পণ করতে হবে। অন্যদিকে, এই ইস্যুতে মোদী সরকারকে আক্রমণ করছেন কেজরিওয়াল। বুধবার এক সাংবাদিক সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘গত দুই বছর ধরে মানুষ শোরগোল করছে যে দিল্লিতে মদের কেলেঙ্কারি হচ্ছে। তারা আমাকে গ্রেপ্তার করেছে, মণীশ সিসোদিয়াকে গ্রেপ্তার করেছে, তারা বলছে যে আমরা ১০০ কোটি টাকা ঘুষ নিয়েছি এবং কিছু দিন আগে বলেছিল যে ১১০০ কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। একটি বড় প্রশ্ন উঠেছে যে যদি ১০০ এবং ১১০০ কোটি টাকার কেলেঙ্কারি হয়, তাহলে টাকাটা নিশ্চয়ই কোথাও রাখা হয়েছে?
অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যে গতকাল প্রধানমন্ত্রী সারা দেশের সামনে স্বীকার করেছেন যে এই মদ কেলেঙ্কারির কোথাও কোনও প্রমাণ পাওয়া যায়নি। যদি কোনো প্রমাণ না পাওয়া যায় তাহলে তার মানে আপনার পুরো সিবিআই অকেজো। আপনার সমস্ত ইডি অফিসার অকেজো। তিনি বলেন, এটা অন্যায়ভাবে গ্রেপ্তারের ন্যায্যতা দেওয়ার একটা অজুহাত মাত্র। প্রধানমন্ত্রী গোটা দেশের সামনে স্বীকার করেছেন যে একটিও প্রমাণ নেই এবং অরবিন্দ কেজরিওয়াল একজন অভিজ্ঞ চোর। তিনি বলেন, প্রধানমন্ত্রী, আপনি যখন ইতিমধ্যেই স্বীকার করেছেন যে পুরো মদ কেলেঙ্কারি ভুয়া, এর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাহলে ছেড়ে দিন।
Leave feedback about this