জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রদেশ সভাপতি নির্বাচন এবং আসন্ন এডিসির ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে বৃহস্পতিবার বিজেপি কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। বৈঠকে পৌরহিত্য করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। বৈঠকে প্রদেশ বিজেপির সদস্যরা সহ নবনির্বাচিত জেলা বিজেপি সভাপতিরাও উপস্থিত ছিলেন।
দিল্লির নির্বাচন-পর্ব সম্পন্ন হতেই এবার সাংগঠনিক নির্বাচন নিয়ে তৎপর হয়ে উঠেছে ভারতীয় জনতা পার্টি। দলের রাষ্ট্রীয় সভাপতিসহ বিভিন্ন প্রদেশ সভাপতি নির্বাচন নিয়ে চলছে তৎপরতা। এর আচ পড়েছে রাজ্যেও। বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিজেপির রাজ্য কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন সকালে বিজেপির রাজ্য দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পুরোহিত্য করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, বিধায়ক ভগবান দাস সহ রাজ্যমন্ত্রী সভার একাধিক সদস্য ,বিধায়ক বিধায়িকা, রাজ্য কমিটির সদস্যগণ সহ বিজেপির নবনির্বাচিত দশটি সাংগঠনিক জেলার জেলা সভাপতিগণ।
দলীয় সূত্রে জানা গেছে, রাজ্য সভাপতি এবং রাষ্ট্রীয় সভাপতি নির্বাচন নিয়েই এই গুরুত্বপূর্ণ বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এর পাশাপাশি এডিসির আসন্ন ভিলেজ কমিটির নির্বাচন নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে। যদিও সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত কিছু জানাননি প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান ,সাংগঠনিক বিষয়ই এই বৈঠকের মূল এজেন্ডা। বৈঠকের সিদ্ধান্ত সমূহ পরবর্তী সময়ে সাংবাদিকদের জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। রাজ্য সভাপতি নির্বাচন প্রসঙ্গে বিজেপির প্রদেশ মুখপাত্র জানান ,গোটা দেশের সবকটি প্রদেশেই এই নির্বাচন প্রক্রিয়া চলছে।
রাজনৈতিক তথ্যভিজ্ঞ মহলের অভিমত ,প্রদেশ বিজেপির এই গুরুত্বপূর্ণ বৈঠকের সিদ্ধান্তের উপর নজর রেখে চলছে বিরোধী রাজনৈতিক দল সিপিআইএম এবং কংগ্রেস।
Leave feedback about this