2025-01-10
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

প্রতীক কার্যকর করার পূর্বে পরিবর্তন করা হোক : কংগ্রেস 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য সরকারের ডিজাইন এবং প্রস্তাব অনুযায়ী কেন্দ্রীয় সরকার ত্রিপুরার রাজ্য প্রতীক অনুমোদন করেছে। এখন থেকে অশোক স্তম্ভের পাশাপাশি রাজ্যের প্রতীকও সরকারী কাগজপত্রে ব্যবহার করতে পারবে রাজ্য সরকার। এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন তিন দলীয় জোট সরকার রাজনৈতিক সংকীর্ণতার পরিচয় দিয়েছে বলে মনে করে কংগ্রেস।

অশোক স্তম্ভ দেশের জাতীয় প্রতীক। কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি এই প্রতীক ব্যবহার করছে। কিন্তু তারপরও কিছু রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের অনুমোদন ক্রমে রাজ্যের নিজস্ব প্রতীক ব্যবহার করে আসছে সংশ্লিষ্ট রাজ্যের শিল্পকলা, ঐতিহ্য, স্থাপত্য, কৃষ্টি সংস্কৃতি, পরম্পরার পরিচয় তুলে ধরার জন্য।

কিন্তু রাজ্যের বিজেপি, তিপ্ৰা মথা, আইপিএফটি জোট সরকার যে প্রতীক নির্বাচিত করেছে তাতে একটি নির্দিষ্ট রং প্রাধান্য দেওয়া ছাড়া রাজ্যের ঐতিহ্য, ইতিহাস, এবং মিশ্র সংস্কৃতির কিছুই নেই। ত্রিপুরার ঐতিহাসিক রাজবাড়ী, পুষ্পবন্ত প্রাসাদ, ঊনকোটি, পিলাক, মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির, নীরমহল অথবা ঐতিহ্যবাহী রিশার আকর্ষণীয় ডিজাইন উল্লেখ করা যেতো।

দেশের যে কয়টি রাজ্যের নিজস্ব প্রতীক রয়েছে, সব কয়টি রাজ্যের প্রতীকে সংশ্লিষ্ট রাজ্যের ঐতিহ্য বহন করছে। ব্যতিক্রম ত্রিপুরা রাজ্য। রাজ্য মন্ত্রিসভার দুই শরিক দল তিপ্রা মথা এবং আইপিএফটি কি ভাবে এই রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত এই প্রতীক অনুমোদন করেছে তা বিস্ময়কর ও রহস্যজনক। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে, এই প্রতীক কার্যকর করার পূর্বে পরিবর্তন করা হোক। প্রতীকে রাখা হোক রাজ্যের ঐতিহ্য অথবা স্থাপত্যের নিদর্শন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service