2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য শিক্ষা

প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের পাশাপাশি নিজেদের স্বার্থে গাছ রক্ষনাবেক্ষন করতে হবে : মেয়র 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। তাই প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ বর্তমানে যথেষ্ট প্রয়োজন। বৃক্ষ রোপণের পাশাপাশি নিজেদের স্বার্থে গাছ রক্ষনাবেক্ষন করতে হবে। বুধবার রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে শিক্ষা সপ্তাহে অংশ নিয়ে একথা বললেন পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

তিনি বলেন,পুথিগত শিক্ষার পাশাপাশি হাতে কলমে ছাত্র-ছাত্রীদের শিক্ষা দিতে হবে। জাতীয় শিক্ষা নীতি-২০২০-র চতুর্থ বর্ষপূর্তিতে দেশজুড়ে কর্মসূচী নেওয়া হয়েছে। সপ্তাহব্যাপী শিক্ষা সপ্তাহ পালন করা হচ্ছে রাজ্যেও বিভিন্ন স্কুল গুলিতে। সপ্তাহের প্রতিটি দিন একেকটি বিষয়ের উপরে হচ্ছে কর্মসূচী। বুধবার শিক্ষা সপ্তাহের তৃতীয় দিন পালন করা হয় স্পোর্টস ডে।

এদিন রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সমাজসেবী সঞ্জয় সাহা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যরা। মেয়র সহ অতিথিরা এদিন বিদ্যালয় চত্বরে চারা গাছ রোপণ করেন।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service