2024-11-14
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

প্যালেস্তাইনকে ধংস করার চেষ্টা করছে সেই দৃষ্টিভঙ্গিকে ভারত সরকার পরোক্ষ ভাবে সমর্থন করছে : মানিক 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গাজা ভূখণ্ডে ইজরায়েলের আক্রমনে মদত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। মার্কিন সাম্রাজ্যবাদ যে দৃষ্টিভঙ্গি নিয়ে প্যালেস্তাইনকে ধংস করার চেষ্টা করছে সেই দৃষ্টিভঙ্গিকে ভারত সরকার পরোক্ষ ভাবে সমর্থন করছে। গাজাতে যারা বসবাস করছিল তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। গাজা জনমানব শূন্য হয়ে গেছে।

আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে প্রতিবাদ সভায় এই মন্তব্য করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। অভিযোগ মার্কিন সাম্রাজ্যবাদের মদতে গাজা ভূখন্ডে প্যালেস্তাইনের নিরীহ জনগণের উপর ইজরায়েলের বর্বরোচিত আক্রমণ চলছে। এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠল সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা ত্রিপুরা চ্যাপ্টার।

শুক্রবার বিকেলে আগরতলা শহরে বিক্ষোভ- প্রতিবাদ মিছিল- সভা করে। রাজধানীর অফিস লেন সি আই টি ইউ অফিসের সামনে থেকে বের হয় মিছিল। এতে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, শ্রমিক নেতা মানিক দে, আয়োজক সংগঠনের নেতৃত্ব অধ্যাপক দেবব্রত গোস্বামী সহ অন্যরা। মিছিল শহরের বিভিন্ন পথ ঘুরে প্যারাডাইস চৌমুহনীতে সভায় মিলিত হয়।

এদিনের কর্মসূচীতে ব্যাপক সংখ্যায় বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। সভায় আলোচনা করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার অভিযোগ করেন, মার্কিন সাম্রাজ্যবাদের মদতে গাজা ভূখন্ডে প্যালেস্তাইনের নিরীহ জনগণের উপর ইজরায়েলের বর্বরোচিত আক্রমণ চালানো হচ্ছে।

তিনি বলেন এই হামলার বিরুদ্ধে পৃথিবীর বিভিন্ন দেশে ছাত্র- যুব-বুদ্ধিজীবী অংশের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। আমেরিকা, ইজরায়েলেও প্রতিবাদ হচ্ছে। দাবি জানানো হচ্ছে যুদ্ধ বন্ধ করার। ইজরায়েলের জনগণও শান্তির দাবি জানাচ্ছেন।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service