জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মধ্য এশিয়ার ইজরাইল প্যালেস্টাইনের অন্তর্গত গাঁজা ভূখণ্ডে একের পর এক বিমান ও রকেট হামলায় সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করেছে। এই হামলায় মহিলা শিশুসহ হাজার হাজার সাধারণ নাগরিক ইতিমধ্যেই নিহত ও আহত হয়েছেন। আহতদের কোন প্রকার চিকিৎসার ব্যবস্থা নেই। হাসপাতাল সহ সর্বত্র হামলা এখনো অব্যাহত রেখেছে। ইজরাইল সরকার গাঁজা ভূখণ্ডকে সম্পূর্ণ অবরোধ ঘোষণা করে প্রায় ২৩ লক্ষ প্যালেস্তানিয়াকে পানীয় জল খাদ্য বিদ্যুৎ ও চিকিৎসা বন্ধ করে হত্যা করার চেষ্টা করছে। এই বর্বর আক্রমণের মূল উদ্দেশ্য হচ্ছে গাঁজা ভূখণ্ড দখল করা। ইজরাইলের এই গণহত্যার প্রতিবাদে এবং পেলেস্টাইনের উপর এই হামলা বন্ধ করার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ডাক দেয় এসইউসিআই। দলের সর্বভারতীয় এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার রাজ্যেও রাস্তায় নামে এস ইউ সি আই দলের নেতাকর্মীরা। দলের রাজ্য সাংগঠনিক কমিটির উদ্যোগে এদিন আগরতলা বটতলায় অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ সভা। বিক্ষোভ সভা থেকে দাবি উঠে প্যালেস্টাইনের উপর হামলা বন্ধ করে নিরীহ জনসাধারণকে হত্যা বন্ধ করা, গাজা ভূখণ্ডের উপর অবরোধ তুলে নিয়ে সেখানকার মানুষের খাদ্য জল বিদ্যুৎ ও ঔষধ সরবরাহ করা ইত্যাদি। দাবি গুলির প্রতি সমর্থন জানিয়ে সভায় বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের রাজ্য সম্পাদক অরুণ ভৌমিক ইজরাইলের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী শান্তিকামি জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে এই হামলার প্রতিবাদে এবং যুদ্ধ বন্ধ করে শান্তি স্থাপনের দাবিতে শামিল হবার আহবান জানান।
Leave feedback about this