জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সবার সাথে পূজোর আনন্দ ভাগ করে নেওয়ার জন্য অন্যান্য বছরের ন্যায় এবারও আসন্ন শারদীয়া দুর্গা পুজো উপলক্ষে কৃষ্ণনগর বিদ্যালয় মাঠে মন্ত্রী তথা এলাকার বিধায়ক সুশান্ত চৌধুরীর উদ্যোগে যৎসামান্য ক্ষুদ্র প্রয়াস হিসেবে ১০-মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বুথ নং- ৫ এবং ৬ নং বুথে বয়ষ্ক বৃদ্ধা ও বোনেদের মধ্যে শারদীয়া দুর্গোৎসব এর আগাম শুভেচ্ছা স্বরূপ তাঁদের সকলকে পুজোতে পরিধানের জন্য মোট ২৩০টি শাড়ী বিতরণ করেন। এতে এলাকার মানুষ মন্ত্রীর এধরণের কার্যকলাপে খুবই খুশি ব্যাক্ত করেন। যা বিগত দিনে এই এলাকার মানুষ প্রাক্তন মন্ত্রী মানিক দের থেকে আশাও করতে পারেনি।
রাজ্য
পূজোর আনন্দ ভাগ করে নিতে নিজ এলাকায় মন্ত্রী সুশান্ত চৌধুরীর বস্ত্রদান
- by janatar kalam
- 2023-10-11
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this