2025-01-22
Ramnagar, Agartala,Tripura
খেলা

পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে আগরতলা প্রেস ক্লাব বনাম ত্রিপুরা পুলিশ প্রীতি ক্রিকেট ম্যাচ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সোহার্দ্যপূর্ণ প্রীতি ক্রিকেট ম্যাচ। ঐতিহ্যবাহী পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে। শুক্রবার পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে, এই ম্যাচে আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক ক্রিকেটাররা মুখোমুখি হলো ত্রিপুরা পুলিশ ক্রিকেট টিম-এর। নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে হলো জমজমাট এই প্রীতি ক্রিকেট ম্যাচ।

ম্যাচে টসে জয়লাভ করে আগরতলা প্রেস ক্লাবের অধিনায়ক অভিষেক দে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন। ব্যাট করতে নেমে ত্রিপুরা পুলিশ টিমের ক্রিকেটাররা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১৫৪ রান। পাল্টা খেলতে নেমে আগরতলা প্রেস ক্লাব দল ৬ উইকেটের বিনিময়ে ১২০ রান সংগ্রহ করতেই সীমিত ২০ ওভার শেষ হয়ে যায়।

ম্যাচে একদল জিতলো তো আরেকদল হারলো, সেটা মুখ্য বিষয় ছিল না। তবে আখেরে কিন্তু জয় হলো ক্রিকেটেরই। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই কথাটা সবার সামনে রাখলেন ত্রিপুরা পুলিশের মহা নির্দেশক আইপিএস অমিতাভ রঞ্জন এবং আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য।‌ আয়োজক ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে দু দলের খেলোয়াড় এবং অফিসিয়াল দের সদৃশ্য স্মারক উপহারে সংবর্ধিত করেন।

‌আগরতলা প্রেস ক্লাবের তরফে সভাপতি জয়ন্ত ভট্টাচার্য ত্রিপুরা পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন কে উত্তরীয় এবং স্মারক উপহারে সংবর্ধনা জ্ঞাপন করেন। ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পেয়েছেন সঞ্জয় মজুমদার। একদিকে সাংবাদিকরা তাদের কর্ম ব্যস্ততার মধ্যে তো, অপরদিকে ত্রিপুরা পুলিশ টিমের হয়ে যাঁরা খেললেন তাঁরাও ঐতিহ্যবাহী পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে কিছুটা সময় এদিন মাঠে অতিবাহিত করে খুবই খুশি হলেন।

প্রত্যাশিত ভাবেই অনুষ্ঠানে উপস্থিত ত্রিপুরা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং অতিথিবৃন্দ দু-দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। আগামী দিনেও এ ধরনের বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ জারি থাকবে বলে উভয় দলের পক্ষ থেকে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service