2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

পুলিশের মহানির্দেশক আশ্বস্ত করতে পারছেন না বাম প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা করার বিষয়ে : মানিক 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার দাবিতে রাজ্য পুলিসের মহানির্দেশকের সঙ্গে দেখা করলেন সিপিএম নেতৃত্ব। সোমবার বিকেলে দলের তরফে ৪ জনের প্রতিনিধি দেখা করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হন সিপিএম নেতৃত্ব। বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর বলেন, ত্রিপুরা রাজ্যে জঙ্গলের রাজত্ব চলছে।

এই পরিস্থিতিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্ভব নয়। বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে পারছেন না। বিরোধী দলের হয়ে যারাই প্রার্থী হচ্ছে, তাদেরকে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। জোর করে তাদের স্বাক্ষর করানো হচ্ছে বলে অভিযোগ। তিনি অভিযোগ করেন নির্বাচন কমিশন থেকে শুরু করে আরক্ষা প্রশাসন কোন সঠিক পদক্ষেপ গ্রহণ করছে না।

একজন অপর জনের উপর দায় চাপাচ্ছে। প্রাক্তন মন্ত্রী মানিক দে অভিযোগ করেন পুলিসের মহানির্দেশক আশ্বস্ত করতে পারছেন না বাম প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা করার বিষয়ে। এদিন প্রতিনিধি দলে এছাড়াও ছিলেন প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া ও প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service