2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

পুজো নয় সাধারণ মানুষের চোখে মুখে বিভীষিকা : মানিক 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমান ত্রিপুরা রাজ্যে যে পরিস্থিতি চলছে সেখানে সাধারণ মানুষের কাছে উৎসব নয় যেন একটা বিভীষিকা । মায়েদের লজ্জা নিবারণের কাপড় নেই , শিশুদের বস্ত্র নেই । গোটা রাজ্যে কাজ ও খাদ্যের জন্য হাহাকার চলছে । গ্রামাঞ্চলে মানুষের কোন কাজ নেই । পাহাড় অঞ্চলে অবরুদ্ধ হয়ে পড়েছে মানুষ । পুজোর আনন্দ ম্লান হয়ে যাচ্ছে মানুষের কাছে । বামফ্রন্ট সরকারের আমলে পুজোর আগে গ্রাম ও শহরাঞ্চলে অন্তত ১৫ দিনের সরকারি কাজ দেওয়া হত । যার টাকা ও মিটিয়ে দেওয়া হত পুজোর আগেই । যাতে করে সাধারণ গরিব মেহনতি খেটে খাওয়া মানুষ পুজোর আনন্দে প্রত্যেকের সঙ্গে সমানভাবে আনন্দ ভাগ করে নিতে পারে । বর্তমান সরকারের সময়ে এসব কিছু বন্ধ হয়ে গেছে । বক্তা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার । শুক্রবার ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বিগত বামফ্রন্ট সরকারের গুনগান গেয়েই শেষ করতে পারেননি । বক্তব্যে এমনভাবে গুছিয়ে কথাগুলো উপস্থাপন করেছেন শুনে মনে হবে বর্তমান রাজ্য সরকার একটা অপাংতেও । কোন উন্নয়নই হচ্ছে না বর্তমানে । সাধারণ মানুষের চোখ অন্ধকার । শুধু প্রাক্তন মুখ্যমন্ত্রীর চোখেই ফুটে উঠছে রাজ্যে কাজ নেই খাদ্য নেই , বস্ত্রের জন্য লজ্জা নিবারণ করতে পারছে না । সত্যিই কি রাজ্যের এটাই বাস্তব চিত্র নাকি প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রচারের আলোতে আসার জন্য এ ধরনের প্রলাপ বকছেন । প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে ।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service